নিজস্ব সংবাদদাতাঃ বিবাহ বিচ্ছেদ আজকের দিনে কোনও বিরাট ব্যাপার নয়। আর সেজন্য খোরপোশ দেওয়ার বিষয়টিও খুবই পরিচিত বিষয়। কিন্তু দুবাইয়ের শাসক আমির শেখ মোহম্মদ বিন রশিদ আল-মাকতুমকে ডিভোর্স বাবদ যে অঙ্কের টাকা দিতে বলল ব্রিটেনের এক আদালত, তা সত্যিই চোখ কপালে তুলে দেওয়ার মতো! আদালত শেখকে নির্দেশ দিয়েছে তাঁর স্ত্রীকে সাড়ে ৫০০ মিলিয়ন পাউন্ড দিতে। ভারতীয় অঙ্কে ৫ হাজার ৫১০ কোটি টাকারও বেশি! তবে এই অর্থের পুরোটাই তাঁর স্ত্রীর জন্য নয়। আদালতের নির্দেশ অনুযায়ী, এর মধ্যে ২৫১.৫ মিলিয়ন পাউন্ড তাঁর ষষ্ঠ স্ত্রী রাজকুমারী হায়াকে। বাকি অর্থ শেখের ১৪ বছরের কন্যা জলিলা ও ৯ বছরের পুত্র জায়েদের জন্য। আপাতত আগামী ৩ মাসের মধ্যে ৩৩৩ মিলিয়ন ডলার অগ্রিম হিসেবে জমা রাখতে বলা হয়েছে। এটাই হতে চলেছে ব্রিটিশ ইতিহাসের অন্যতম দামি বিবাহ বিচ্ছেদের খোরপোশের অঙ্ক। যা নিয়ে ইতিমধ্যেই সাড়া পড়ে গিয়েছে।