দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ ঘাটাল শহরজুড়ে চিনা মাঞ্জা ব্যবহার করে কিশোরদের হাতে দেদার উড়ছে ঘুড়ি।সেই ঘুড়ি থেকে চিনা মাঞ্জার সূতো জড়িয়ে দূর্ঘটনার সম্মুখীন হচ্ছে পথচলতি মানুষ। এমনই ছবি ধরা পড়লো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের পাঁশকুড়া বাসস্ট্যান্ডে।এই চিনা মাঞ্জা দিয়ে দেদার ঘুড়ি উড়াচ্ছে ঘাটালের কচিকাঁচারা।সেই মাঞ্জার সুতো পথচলতি মানুষদের যখন-তখন পায়ে ও গলায় জড়িয়ে যাচ্ছে।তেমনই এক ভয়ানক ছবি ধরা পড়লো ঘাটালের পাঁশকুড়া বাসস্ট্যান্ডে। ঘাটাল-পাঁশকুড়া রাজ্যসড়কের উপর।ওই এলাকার একটি মাঠে চিনা মাঞ্জার সূতো ব্যবহার করে ঘুড়ি উড়াতে দেখা যায় বেশকিছু কচিকাঁচাদের।আর সেই মাঞ্জার সূতো উড়ে এসে পড়ে পাঁশকুড়া বাসস্ট্যান্ডে রাজ্যসড়কের উপর।আর এতেই ঘটে বিপত্তি, ওই চিনা মাঞ্জার সূতো বুঝতে না পেরে তা জড়িয়ে যায় বেশ কয়েকজন পথচলতি মানুষদের গলায় ও পায়ে।যা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়।যে কোনও সময় বড়সড় দূর্ঘটনাও ঘটে যেতে পারতো।যদিও স্থানীয়রা বুঝতে পেরে পথচলতি মানুষদের গায়ে জড়িয়ে যাওয়া চিনা মাঞ্জা ছাড়িয়ে দিতে সক্ষম হয়।এই চিনা মাঞ্জার সূতো ব্যবহার করে ঘুড়ি উড়ানো এক কিশোরকে জিজ্ঞাসা করা হলে স্থানীয় দোকান থেকে এসব মিলছে বলে স্বীকার করেন।চিনা মাঞ্জা বিভিন্ন জায়গায় প্রশাসনের তরফ থেকে নিষিদ্ধ করা হলেও, ঘাটালে চিনা মাঞ্জা দেদার বিক্রি হচ্ছে। আর চিনা মাঞ্জা দিয়ে ঘাটাল শহর ও শহর লাগোয়া কচিকাঁচারা দেদার ওড়াচ্ছে ঘুড়ি,যে কোনও মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। এনিয়ে ঘাটালের মহকুমা শাসক বলেন,ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি, অভিযান চালানো হচ্ছে। আবারও পুলিশকে নিয়ে দোকানে অভিযান চালানো হবে।যারা এই চিনা মাঞ্জা বিক্রি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ঘাটালে বিক্রি হচ্ছে ঘুড়ি ওড়ানোর প্রাণঘাতী সুতো 'চিনা মাঞ্জা'
New Update