চিকিৎসার গাফিলতিতে ডান হাত কাটা পড়ল রেলকর্মীর

author-image
Harmeet
New Update
চিকিৎসার গাফিলতিতে ডান হাত কাটা পড়ল রেলকর্মীর

দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ বাঁ হাতের অপারেশন আর কাটা গেল ডান হাত, ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা পশ্চিম মেদিনীপুর এলাকায় । জানা গেছে রেলকর্মী সুভাষ দাস খড়গপুর টাউন থানার অন্তর্গত নিমপুরা রেল কলোনির বাসিন্দা । ক'বছর আগে বাম হাতে এক্সিডেন্ট এর জেরে প্লেট বসানো হয় । মেদিনীপুরের নামকরা অর্থোপেডিক ডক্টর আব্দুল লতিফের কাছে এইবার সেই বাম হাতের প্লেট খুলতে গিয়ে কার্যত ডান হাত কাটা পড়লো ওই রেলকর্মীর । রেলকর্মী সুভাষ দাস ও তার স্ত্রী অর্পিতা দাস লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানায় । বাম হাতের অপারেশন ডানহাতে চ্যানেল করতে গিয়ে ভুল ইনজেকশন দিয়ে দেয় নার্সিংহোমের কর্মীরা। ১২ ঘন্টা পর হাতের অবস্থা খারাপ দেখে কলকাতা এসএসকেএম এ নিয়ে যাওয়া হয় সেখান থেকে রেফার করে দেয়। শেষমেষ উপায় না দেখে ওই রেলকর্মী রেলের হাসপাতাল গার্ডেনরিচে ভর্তি হয়। সেখান থেকে হাওড়ার নারায়ণী হাসপাতালে তাকে ভর্তি করা হলে তার ডান হাত কেটে বাদ দিতে হয় । ইনফেকশনের জেরে কার্যত ওই হাত অচল হয়ে যায় অপারেশন না করলে যে কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে প্রাণহানির আশঙ্কা হওয়ায় শেষমেষ তার ডান হাত কেটে বাদ দিতে হলো।রেলকর্মীর এক নার্সিংহোমের ভুল চিকিৎসা এবং চিকিৎসকদের গাফিলতির জন্য তাকে খোয়াতে হলো তার ডান হাত । অবিলম্বে ওই নার্সিংহোম এবং ভুল চিকিৎসার কারণে চিকিৎসককে গ্রেফতার এবং ক্ষতিপূরণ চেয়ে আবেদন জানিয়েছেন সরকারি বিভিন্ন দপ্তরে ।