নিজস্ব সংবাদদাতা : বুধবার ওড়িশা উপকূলে প্রলয়ের সফল উৎক্ষেপণ করল ভারত। এই প্রলয় হল একটি ৩৫০-৫০০ কিলোমিটার স্বল্প দূরত্বের, ৫০০-১০০০ কেজি পেলোড ক্ষমতা সহ সারফেস থেকে সারফেস মিসাইল। ডিআরডিওর তরফে আরও জানানো হয়েছে, এদিন সকাল সাড় ১০টা নাগাদ এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে উৎক্ষেপণ করা হয়েছিল প্রলয়। ট্র্যাকিং যন্ত্রের একটি ব্যাটারি উপকূলরেখা বরাবর এর গতিপথ পর্যবেক্ষণ করেছে।