নদীর উপর অবৈধভাবে বালি তুলতে গিয়ে পুলিশের জালে নৌকা সহ বালির মালিক

author-image
New Update
নদীর উপর অবৈধভাবে বালি তুলতে গিয়ে পুলিশের জালে নৌকা সহ বালির মালিক

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর:  ঘাটালে ঝুমি নদীর উপর নৌকায় করে অবৈধভাবে বালি তুলতে গিয়ে পুলিশের জালে নৌকা সহ বালি ও বালির মালিক। শনিবার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকায়।কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে জলমগ্ন ছিল মনসুকার বিস্তৃর্ণ এলাকাজলের তোড়ে ভেঙে গেছে বেশ কয়েকটি কাঠের পোল। এখনও ওই এলাকায় বন্যার লন্ডভন্ডর ছবি স্পষ্টঝুমি নদী এখনও ফুলে ফেঁপে রয়েছে। আর এই সময় নৌকায় করে নদীতে নেমে বালি চুরি করার খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ গিয়ে আটক করে নৌকা সহ বালি ও বালির মালিক জয়রাম সামন্ত নামের এক ব্যক্তিকেআটক ব্যক্তির বাড়ি মনসুকা এলাকাতেই।স্থানীয় সূত্রে জানা যায়, বন্যার জল এলাকা থেকে কমতেই গত একদুদিন ধরেই ঝুমি নদীতে চলছিল অবৈধ ভাবে নৌকায় করে বালি চুরি। এদিন খবর পেয়ে ঘাটাল থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে কড়া পদক্ষেপ নেয়। ঘাটাল থানার তরফে জানানো হয়, নৌকা সহ বালি সিজ করা হয়েছে, একজনকে আটক করে নিয়ে আসা হয়।তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।






আরও খবরঃ  https://anmnews.in/Home/GetNewsDetails?p=5392 /  https://anmnews.in/Home/GetNewsDetails?p=5387
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm