নিজস্ব সংবাদদাতাঃ ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটে চিন্তা বাড়ছে বিশ্বের একাধিক দেশে। করোনার নয়া এই ভ্যারিয়েন্টের ধাক্কায় ফের কাবু হয়েছে ব্রিটেন। এরই মধ্যে একাধিক দেশে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এবার ইজরায়েলে দেওয়া হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ। সম্প্রতি এ কথা ঘোষণা করেছেন সে দেশের প্রধানমন্ত্রী লাফতালি বেনেট। জানানো হয়েছে, ৬০ ঊর্ধ্ব, চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের এই টিকা দেওয়া হবে।