'বাঁচার একটাই পথ রয়েছে', সতর্কবার্তা WHO-র

author-image
Harmeet
New Update
'বাঁচার একটাই পথ রয়েছে', সতর্কবার্তা WHO-র


নিজস্ব সংবাদদাতাঃ কেবল একটি-দুটি দেশ নয়, গোটা বিশ্বজুড়েই দাপট দেখাচ্ছে ওমিক্রন। ইউরোপ, আমেরিকায় দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র ইউরোপের প্রধান সমস্ত দেশকেই করোনার বাড়তি সংক্রমণ নিয়ে প্রস্তুত থাকার পরামর্শ দেন। একইসঙ্গে তিনি জানান, সংক্রমণ থেকে বাঁচার একটাই পথ খোলা রয়েছে, আর তা হল 'বুস্টার ডোজ'।