রামকৃষ্ণ পাল,ঝাড়গ্রামঃ
গাড়ি দুর্ঘটনায় মৃত্যু প্রাক্তন মাওবাদী সদস্য তথা অধুনা তৃণমূল নেতা প্রদীপ মাহাতর। মঙ্গলবার রাত আটটা নাগাদ ঝাড়গ্রামের সাঁকরাইল এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হল এই প্রাক্তন মাওবাদী নেতার। একসময় প্রদীপ ছিলেন মাওবাদী দলের সদস্য। পরে আত্মসমর্পণ করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতো পুনর্বাসনে হোমগার্ড কর্মী হিসাবেও নিযুক্ত ছিলেন প্রদীপ মাহাত। তার আগে সাঁকরাইল ব্লকের ধানঘোরি অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি হন প্রদীপ। সুত্রের খবর, সদ্য চাকরি পেয়ে সক্রিয় রাজনীতি থেকে সরে আসতে চান বলে শীর্ষ নেতৃত্বকে জানিয়েছিলেন প্রদীপ। সেই প্রদীপ মাহাতর অকাল মৃত্যু হল পথ দুর্ঘটনায়। সূত্রের খবর, মঙ্গলবার রাত আটটা নাগাদ সাঁকরাইলের পালোইডাঙ্গা গ্রামের ঘনিয়াখালে একটি পথদুর্ঘটনা হয়। সেখানেই মৃত্যু হয় সাঁকরাইল ব্লকের ধানঘরির তৃণমূল অঞ্চল সভাপতির। তিনি মোটরবাইক করে কর্মসূত্রে এক জায়গায় যাচ্ছিলেন বলে খবর। ট্রাক্টরের সঙ্গে তাঁর মোটর বাইকের সংঘর্ষ হয়। তাঁর অকাল মৃত্যুর ঘটনায় শোকের ছায়া সাঁকরাইলে। এলাকার তৃণমূলের সদস্যরা ঘটনাস্থল থেকে প্রদীপ মাহাতকে উদ্ধার করে ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন আগেই মৃত্যু হয়েছে তাঁর। ঘটনায় শোক প্রকাশ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।