নিজস্ব সংবাদদাতাঃ বালির নিখোঁজ দুই গৃহবধূর ঘটনায় নাটকীয় মোড়। অবশেষে খোঁজ মিলল তাঁদের। আপাতত দুই গৃহবধূর ঠিকানা বাণিজ্য নগরী মুম্বই। তদন্তে অন্তত এমনটাই জানা যাচ্ছে।নিখোঁজ দু’জনের মোবাইল ট্র্যাক করে পুলিশ জানতে পেরেছে প্রথমে মুর্শিদাবাদ ও সেখান থেকে তাঁরা মুম্বই চলে গিয়েছেন। মুম্বইয়ের ঠিক কোন জায়গায় তাঁরা রয়েছেন তাই এখন জানার চেষ্টা করছে নিশ্চিন্দা থানা। তদন্তে নেমে পুলিশ দেখে গত ১৫ই ডিসেম্বর বুধবার দুই গৃহবধূর এক জনের মোবাইলে একটি ফোন আসে। সেই ফোন কলেই বাড়ি থেকে বেরিয়ে মুর্শিদাবাদ চলে যাওয়ার কথা বলা হয়। কারা গৃহবধূর মোবাইলে সেই ফোন করে সেটা খুঁজতে গিয়েই পুলিশ দুই রাজমিস্ত্রির খোঁজ পায়।পুলিস সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে এই গৃহবধূদের পুরনো বাড়ি নতুন করে তৈরি হওয়ার সময় দুই রাজমিস্ত্রির সঙ্গে তাঁদের প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। তার পরেই ঘনিষ্ঠতা এবং গত ১৫ ডিসেম্বর থেকে তাঁরা নিখোঁজ। এ বিষয়ে বাড়ির লোক মুখ খুলতে চাননি। এই ঘটনায় নারী পাচার চক্রের যোগ আছে কি না তাও তদন্ত করে দেখছে পুলিস। মুম্বইয়ের বিভিন্ন সূত্রের সঙ্গে যোগাযোগ করে তাঁদের খোঁজ চলছে। বিভিন্ন সূত্রের মাধ্যমে পুলিশ জানতে পারে ওই দুই রাজমিস্ত্রিই দুই গৃহবধূকে নিয়ে চলে যায়। পুলিশের ধারণা প্রথমে শ্রীরামপুরে সাক্ষাৎ করে সেখান থেকে ৫ জনেই মুর্শিদাবাদ চলে যায়। এর পর সেখান থেকে চলে যায় মুম্বই। হাওড়া সিটি পুলিশের এক পদস্থ আধিকারিক সোমবার জানালেন, (বড়বউ) অনন্যা কর্মকার ও (ছোটবউ)রিয়া কর্মকার নামে বালির দুই গৃহবধূ রিয়ার ৭ বছরের ছেলেকে নিয়ে স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। ঠিক কোথায় তাঁরা রয়েছেন তার খোঁজ করছে পুলিশ। কীভাবে, কখন, কোথায় তারা গিয়েছে তা বিস্তারিত জানতে তদন্ত চলছে।