হলদিয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

author-image
Harmeet
New Update
হলদিয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ হলদিয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। দুর্ঘটনায় জখমদের কলকাতায় আনার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্য সরকার তাদের চিকিৎসার ব্যাপারে সমস্ত রকম সাহায্য করবে।” তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন। একটি টুইটে তিনি লিখেন -
Deeply anguished by the fire in IOC, Haldia.
Three precious lives were lost and my thoughts are with the bereaved families in this hour of grief. Those injured are being brought to Kolkata through a green corridor. GoWB will extend all assistance to ensure their speedy recovery.