ভাঙাচোরা সেতু থেকে এক ব্যক্তি পড়লেন খালের জলে, ডুবুরি দিয়েও মেলেনি খোঁজ

author-image
Harmeet
New Update
ভাঙাচোরা সেতু থেকে এক ব্যক্তি পড়লেন খালের জলে, ডুবুরি দিয়েও মেলেনি খোঁজ

দিগবিজয় মাহালী,শালবনীঃ সেতুর ওপর থেকে এক ব্যক্তি পড়লেন জলে। ডুবুরি দিয়ে চলে তার খোঁজ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার ভগবতীচক এলাকার। ওই ব্যক্তির নাম বাদল মাহাত (৪৫), বাড়ি শালবনীর গোদামৌলিতে। জানা গিয়েছে, সোমবার রাতে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটেছে। স্থানীয় কয়েকজন দেখতে পান ভগবতীচকের কলাইচন্ডি খালের সেতু থেকে নীচে জলে পড়ে যেতে বাদল মাহাতকে। খবর যায় পরিবারেও। পরিবারের লোকজন এসেও তার খোঁজ পায়নি। মঙ্গলবার সকাল থেকে পুনরায় খোঁজ চালায়। ডুবুরি নিয়ে এসে দীর্ঘক্ষণ চলে খোঁজ। সেতুর ওপর থেকে সাইকেল ও জুতো উদ্ধার হলেও বাদল বাবুর হদিস মেলেনি (শেষ পাওয়া খবর পর্যন্ত)। ঘটনাস্থলে পৌঁছায় পিড়াকাটা ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার না হওয়ার পাশাপাশি ভাঙাচোরা সেতুর জন্য ক্ষোভ বাসিন্দাদের। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সেতুর বেহাল অবস্থা সারাইয়ের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। মাঝে মাঝে গর্ত হয়ে ফাটল ধরেছে। যেকোনো সময় বড় বিপদ ঘটতে পারে।