দিগবিজয় মাহালী,কেশিয়াড়ীঃ শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কেশিয়াড়ী গ্রামীণ হাসপাতাল চত্বরে। কেশিয়াড়ী থানার হাসিমপুর এলাকার, গোবিন্দ মান্ডির ১ বছর তিনমাস বয়সী শিশু মার্শাল মান্ডি জলে ডুবে যায়। তাকে উদ্ধার করে কেশিয়াড়ী হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর জানাতেই পরিবারের লোকজনের সাথে বচসা থেকে উত্তেজনা তৈরি হয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে রীতিমতো উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জলে ডুবে অনেকক্ষণ আগেই মৃত্যু হয়েছে ওই শিশুর। যদিও পরিবারের দাবি, অক্সিজেন চলছিল শিশুটির। চিকিৎসক অক্সিজেন খুলে দিতেই মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় কেশিয়াড়ী থানার পুলিশ। জানা গিয়েছে, শিশুটি সবার অলক্ষ্যে জলাশয়ে ডুবে যায়। পরে কয়েকজন দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জলে ডুবে গিয়ে হাসপাতালে আনার আগেই রাস্তায় বা বাড়িতে মৃত্যু হয়েছে ওই শিশুটির। পুলিশ পরিবারের লোকজনের সাথে কথা বলে বোঝানোর চেষ্টা করেন। উল্টে তিন ঘন্টা সময় চেয়ে শিশুটিকে সুস্থ করার জন্য ওঝার কাছে নিয়ে যাওয়ার দাবি করে শিশুটির পরিবারের লোকজন।পরিবারের দাবি, শিশুটিকে ওঝার কাছে নিয়ে যেতে দিলে ভালো হয়ে যেত।