উচ্ছ্বাসে মাতল পিংলা

author-image
Harmeet
New Update
উচ্ছ্বাসে মাতল পিংলা

দ্বিগবিজয় মাহালী,মেদিনীপুরঃকলকাতা পুরসভার ভোট গণনায় তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকায়, পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পিংলার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সেক সবেরাতির নেতৃত্বে পিংলা এলাকায় বিজয় মিছিল অনুষ্ঠিত হলো ,মঙ্গলবার বিকেলে। দলের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে সবুজ আবির খেলে মিছিলে উচ্ছাসে মাতলেন পিংলা ব্লক তৃণমূল নেতৃত্ব।