নিজস্ব সংবাদদাতাঃ পাস হয়ে গেল 'গণপিটুনি ও গণপিটুনি প্রতিরোধ বিল, ২০২১'। মঙ্গলবার ঝাড়খণ্ড বিধানসভায় এই বিল পাস হয়েছে বলে খবর। গণপিটুনি প্রতিরোধ বিল ২০২১ (গণপিটুনি প্রতিরোধ বিল-২০২১) এর খসড়া অনুযায়ী, গণপিটুনির মতো ঘটনার সঙ্গে যুক্ত আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে বলে জানা গেছে। যদি দুই বা ততোধিক ব্যক্তির একটি দলের বিরুদ্ধে ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান, ভাষা, খাদ্যাভ্যাস, আচরণ, লিঙ্গ, রাজনৈতিক সম্পৃক্ততা, জাতি বা অন্যান্য ভিত্তিতে কাউকে হত্যা করতে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয় তবে তা অপরাধমূলক কর্মের আওতায় গণ্য করা হবে।