নিজস্ব সংবাদদাতা : পুরভোটের দিনক্ষণ ঘোষণা হতেই বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বলেছিলেন, ১৩০ থেকে ১৩৫টি ওয়ার্ডে জিতবে তৃণমূল। আর অদ্ভূতভাবে হলও তাই। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে ১৩৪টি। প্রেডিকশন মিলে যাওয়ায় খুশি কেষ্ট। বলেন,"কলকাতার মানুষ ভোট দিয়েছে মুখ্যমন্ত্রীকে দেখে। বিরোধীদের কটাক্ষ করে বলেন, ৩৪ বছরের আগের কলকাতা আর এখনকার কলকাতার মধ্যে ফারাক অনেক। বিজেপির লজ্জা লাগা দরকার। সিপিএম ও কংগ্রেস জোট করেনি বলে দুটো করে ভোট পেয়েছে। না হলে সেইটুকুও পেত না।"