নিজস্ব সংবাদদাতাঃ অমৃতসরের স্বর্ণমন্দিরের ঘটনা ইস্যুতে ফের বক্তব্য রাখলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেইসঙ্গে এক হাত নিলেন সংবাদমাধ্যমকেও। এদিন লখিমপুর খেরির ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র তেনিকে বরখাস্ত করার দাবিতে সংসদে গান্ধীর মূর্তি থেকে জাতীয় রাজধানীর বিজয় চক পর্যন্ত মিছিল করেন লোকসভা ও রাজ্যসভার বিরোধী সাংসদরা। মিছিলের পর রাহুল গান্ধী সংবাদ মাধ্যমকে বলেন, অজয় মিশ্র টেনিকে পুলিশ গ্রেপ্তার না করা পর্যন্ত বিরোধী দল বিক্ষোভ থামাতে পারবে না। এরপর যখন রাহুলকে অমৃতসরের স্বর্ণমন্দিরে গণপিটুনির ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁকে যথেষ্ট বিরক্ত হতে দেখা যায়। এরপর তিনি বলেন, 'সরকারের দালালি করবেন না। বিষয়টিতে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন না।'