দ্বিগবিজয় মাহালী, মেদিনীপুরঃপশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকে, ভারত জাকাত মাঝি পরগাণা মহলের উদ্যোগে, সবং কলেজ চলোর ডাক দেওয়া হয়। মুলত সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ে প্রফেসার পাপীয়া মাণ্ডীর উপর জাতি বিদ্বেষ ও মানসিক নির্যাতন এবং আদিবাসীদের নিয়ে কটুক্তি করায়, অবস্থান বিক্ষোভ ভারত জাকাত মাঝি পরগাণা মহলের। মিছিল করার পর কলেজের গেটে বিক্ষোভ দেখাচ্ছে ভারত জাকাত মাঝি পরগনা মহলের সমর্থকরা। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।