ভেনেজুয়েলা সীমান্তে কলম্বিয়া প্রেসিডেন্টের হেলিকপ্টার আক্রান্ত

author-image
New Update
ভেনেজুয়েলা সীমান্তে কলম্বিয়া প্রেসিডেন্টের হেলিকপ্টার আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি: সন্দেহভাজন বামপন্থী বিদ্রোহীরা ভেনেজুয়েলা সীমান্তে কলম্বিয়া প্রেসিডেন্টের হেলিকপ্টারে গুলি চালালো। প্রেসিডেন্ট ইভান ডুকে নরতে ডি সান্টেন্ডার প্রদেশে কুকুটার দিকে যাচ্ছিলেন হেলিকপ্টারে। তাঁর সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী, অভ্যন্তরীণ মন্ত্রী ও প্রদেশের গভর্নর। তখনই হেলিকপ্টারে হামলা চালানো হয়। তবে হামলায় কেউ আহত হয়নি। বামপন্থী জাতীয় মুক্তি সেনা কাটাটুম্বো অঞ্চলে সক্রিয় কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্তে। তারাই এই হামলার পিছনে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।





আরও খবরঃ  https://anmnews.in/Home/GetNewsDetails?p=5392 /  https://anmnews.in/Home/GetNewsDetails?p=5387
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm