নিজস্ব সংবাদদাতাঃ মানুষের প্রতি দায়বদ্ধতা আরও বেড়ে গেল। এবার কলকাতা পুরসভার যে বোর্ড গঠিত হবে, তা প্রতি বছর রিপোর্ট কার্ড পেশ করবে। এ কথা জানালেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা বিদায়ী প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, এবার যে নতুন বোর্ড গঠিত হবে, সেই বোর্ডকে বাৎসরিক রিপোর্ট কার্ড পেশ করতে হবে জনসমক্ষে। এই রিপোর্ট কার্ডে থাকবে, কোন কোন কাজ ও পরিষেবার লক্ষ্য ছিল সেগুলির মধ্যে কোনগুলি সম্পূর্ণ হয়েছে, কোনগুলি বকেয়া রয়েছে, বকেয়া থাকার কারণ কী, সেগুলি সম্পর্কে কী পরিকল্পনা , এগুলি সম্পর্কে বিস্তারিত বিবরণ থাকবে রিপোর্ট কার্ডে।