অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইসিএল কর্মী

author-image
Harmeet
New Update
অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইসিএল কর্মী

হরি ঘোষ, অন্ডাল : সোমবার অন্ডালের মা বাকলা রেলগেটের কাছে হঠাৎ বাইক থেকে বালির গাড়ির চাকার তলায় পড়ে যান এক ইসিএল কর্মী। সৌভাগ্যবশত পাশে থাকা গাড়ির লোকজনের চিৎকার শোনা মাত্রই বালি গাড়িটি ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। ফলে অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ইসিএল কর্মী শেখ আহমেদ রিজাক।

স্থানীয় সূত্রে জানা যায়, শেখ আহমেদ রিজাক বাঁকোলা কোলিয়ারিতে সিকিউরিটি গার্ডের কাজ করেন। তিনি ব্যক্তিগত কারণে ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিয়ে বাড়ি ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা। স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করে খান্দরা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।