নিজস্ব সংবাদদাতাঃ পানামা নথি মামলায় টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির দফতর থেকে বের হলেন ঐশ্বর্যা রাই বচ্চন। সোমবারই ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তাঁকে তলব করা হলে এদিন বেলা দুটো নাগাদ ইডির দফতরে পৌঁছান ঐশ্বর্যা। যদিও তাঁর পরবর্তী হাজিরার দিনক্ষণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। দেশে কর ফাঁকি দিয়ে বিদেশের ব্যাঙ্কে টাকা রাখার অভিযোগ এই প্রথম নয়। এই প্রসঙ্গে এর আগে বহুবার উঠে এসেছে সুইস ব্যাঙ্কের নাম। ইদানিংকালে বিভিন্ন দ্বীপরাষ্ট্রে টাকা গচ্ছিত রাখার প্রবণতা বেড়েছে। তেমনই এক দ্বীপ এই পানামা। পানামা কেলেঙ্কারিতে ফের ঐশ্বর্যাকে তলব নিঃসন্দেহে অস্বস্তি বাড়িয়েছে বচ্চন পরিবারের অন্দরে।