বড়দিন ও নববর্ষের বিশেষ উপহার!

author-image
Harmeet
New Update
বড়দিন ও নববর্ষের বিশেষ উপহার!

নিজস্ব সংবাদদাতাঃ বছর শেষের উৎসবে মাতছে শহরবাসী। বড়দিন, বর্ষশেষের রাত এবং বর্ষবরণের দিন ভিড় জমবে শহরের আনাচে-কানাচে। হুল্লোড়ে মাতোয়ারা সেই সমস্ত শহরবাসীর কথা মাথায় রেখে উৎসবের দিনগুলিতে রাত্রিকালীন বাস সার্ভিস চালু করছে রাজ্য সরকার। পাশাপাশি, বড়দিন থেকেই বাড়ছে মেট্রোর সংখ্যাাও। ২৪, ২৫ , ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি মিলবে নাইট বাস সার্ভিস। মূলত পার্কস্ট্রিট এলাকার আশপাশেই থাকবে বাস। সেখান থেকে শহরের উত্তর ও দক্ষিণপ্রান্ত এবং শহরতলি এলাকায় পৌঁছে যাওয়া যাবে। এসি ও নন-এসি দু’ধরনের বাস-ই মিলবে রাস্তায়। শুধু সরকারি নয়, রাত পর্যন্ত থাকবে বেসরকারি বাস-ও, জানিয়েছেন মালিকেরা। শুধু বাস নয়, বড়দিন থেকে বাড়ছে মেট্রোর সংখ্যাও। এখন সোম থেকে শুক্রবার পর্যন্ত দিনে ২৭২টি মেট্রো চলে। ২৫ ডিসেম্বর থেকে এই সংখ্যাটা বেড়ে হবে ২৭৬। শনিবারও বাড়ছে মেট্রোর সংখ্যা।