নিজস্ব সংবাদদাতা : বিরোধীদের প্রবল আপত্তির মধ্যেই লোকসভায় পাশ হয়ে গেল নির্বাচন সংশোধনী বিল। নাগরিকদের সচিত্র ভোটার আইডির সঙ্গে আধারের সংযুক্তিকরণের অনুমোদন মিলল। যদিও সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীদলগুলি। তাদের দাবি, ভুয়ো ভোটার চিহ্নিত করাটাই যখন মূল উদ্দেশ্য সেক্ষেত্রে এই বিল উপযুক্ত নয়। আধার দেশে বসবাসের প্রমাণপত্র। বোটার নাগরিকত্বের। সেদিক থেকে বিলটি আিনে পরিণত হলে দেশের নাগরিক নয় এমন লোকও ভোটাধিকার পেয়ে যাবে।