দিগবিজয় মাহালি,মেদিনীপুরঃ তৃণমূলের শ্রমিক সংগঠন মজবুত করতে উদ্যোগ নিয়েছে রাজ্য কমিটি। সোমবার মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি সদনে তৃণমূলের শ্রমিক সংগঠন 'আইএনটিটিইউসি'-র কর্মী সভা হয়। রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়, মন্ত্রী শ্রীকান্ত মাহাত, শিউলি সাহা, তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা, শ্রমিক সংগঠন-এর জেলা সভাপতি শৈবাল গিরি উপস্থিত ছিলেন। ঋতব্রত বলেন, 'রাজ্য জুড়েই নির্দিষ্ট ফ্রেম ওয়ার্কের মধ্যে দিয়ে কাজ করার চেষ্টা করছি। এক শিল্প একটা ইউনিয়ন। 'আইএনটিটিইউসি' অনুমোদিত একাধিক ইউনিয়ন যাতে এক ট্রেডের মধ্যে না থাকে সেটা নিশ্চিত করা অন্যতম দায়িত্ব। ট্রেড ইউনিয়নের নাম করে কোনও অনৈতিক কাজ করা চলবে না। নাম ব্যবহার করে কারখানায় অনৈতিক কাজ করা চলবে না। নির্দিষ্ট করে একটি নম্বর-এ ফোন করা যাবে না, হোয়াটসঅ্যাপ করা যাবে। যে কেউ অভিযোগ জানাতে পারবে। আমি থেকে শুরু করে কোনও ফ্যাক্টরির কর্মীর বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকে তাহলে সরাসরি জানানো যাবে, অভিযোগ জানানোর সাত দিনের মধ্যে বিষয়টি খতিয়ে দেখব। অসংগঠিত শ্রমিকদের একত্রিত করায় গুরুত্ব দিয়েছি। কমিটি গঠনের কাজ শুরু হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠন করা, জনমুখী যে প্রকল্প গুলো চলছে, তার বাইরে যাতে কেউ না থাকেন তা নিশ্চিত করা। রিটার্ন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জেলাকে বাদ দিয়ে কিছু করা যাবে না। জেলা অনুমোদন দিলে তবেই রাজ্য অনুমোদন দেবে। আগামী দিনে শিল্প সম্ভাবনা রয়েছে'।