রাহুল পাসোয়ান,আসানসোলঃ হকার ও পুরসভার বৈঠকে রাস্তা ছেড়ে হকারি করার কথা জানানো হল হকারদের পক্ষ থেকে। সোমবার আসানসোল পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়ের সাথে দেখা করে এই কথা জানানো হয় হকারদের সংগঠনের পক্ষ থেকে।
উল্লেখ্য গত দুদিন আগে পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, হকারদের জন্য রাস্তা দখল হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের পথচলা এম্বুলেন্স যেতে বা গাড়ি চলাচলে বিঘ্ন ঘটছে বলে সাধারন মানুষের কাছ থেকে অভিযোগ আসছে। ব্যবস্থা গ্রহন হিসেবে রাস্তা ছেড়ে হকারি করার কথা জানিয়েছিলেন তিনি। সোমবার আসানসোল পুরসভায় হকারদের একটি দল গিয়ে অমরনাথ বাবুর সাথে দেখা করেন। বেরিয়ে হকারদের পক্ষ থেকে জানানো হয়, রাস্তা ছেড়ে সুষ্ঠ ভাবে হকারি করবে তাঁরা। যাতে যান চলাচলে অসুবিধা না হয় সেদিকেও নজর রাখা হবে।
পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, হকারদের রাস্তা ছেড়ে দোকান করার কথা বলা হয়েছে। এছাড়া আসানসোল সব্জি বাজার অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রসঙ্গেও আলোচনা হয়েছে। মানুষের সুবিধার কথা মাথায় রেখে হকাররা এই সব নিয়ম মেনে চলবেন বলে জানা যায়।