দিগবিজয় মাহালি,মেদিনীপুরঃ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানা মহাবিদ্যালয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প বিষয়ক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল ২০ শে ডিসেম্বর। মহাবিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী এই শিবিরে অংশগ্রহন করেন। শিবিরের উদ্ভোধন করেন পিংলা থানা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ সুকুমার চন্দ্র। অধ্যক্ষ ডঃ চন্দ্র জানান, 'এই ধরনের শিবির দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের জন্য খুবই কার্যকরী'। ডঃ চন্দ্র আরোও বলেন, 'অত্যন্ত কম সুদে এই ধরনের লোন ছাত্রছাত্রীদের মধ্যে উচ্চশিক্ষার আগ্রহ অনেকটাই বাড়াবে। অত্যন্ত সরল সুদে ঋন পরিশোধের জন্য ছাত্রছাত্রীরা ১৫ বছর সুযোগ পাবে'। এই সরকারী প্রকল্পকে তিনি সাধুবাদ জানান। এই প্রকল্পে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে নোডাল অফিসার রয়েছেন অধ্যাপক ডঃ অভিজিৎ ভট্টাচার্য্য ও হেল্পডেক্স অফিসার রয়েছেন অধ্যাপিকা মৌমিতা হালদার। এদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই শিবির অনুষ্ঠিত হয়।