নিজস্ব সংবাদদাতা : সরকারের ডাকা বৈঠক বয়কট করেছে বিরোধীরা। শুধুমাত্র ৫টি দলকে ডাকার প্রতিবাদ জানিয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ও বামেদের তরফে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়। সেখানে অভিযোগ করা হয়েছে, গত ২৯ নভেম্বর থেকে অনুরোধ করা হয়েছিল যাতে রাজ্যসভার চেয়ারম্যান বা সভার নেতা পীযূষ গোয়েল অচলাবস্থার অবসানের জন্য সমস্ত বিরোধী দলগুলির নেতাদের বৈঠকে ডাকেন। কিন্তু সেই অনুরোধ শোনা হয়নি। এবার বৈঠক বয়কটের ঘটনায় মুখ খুললেন পীযূষ গোয়েল। তিনি বলেন, "বিরোধী দল চায় না সংসদ চলুক। অশান্তি ও বিঘ্ন ঘটানোই তাদের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে।"