কেন্দ্রের ডাকা বৈঠক বয়কট বিরোধীদের

author-image
Harmeet
New Update
কেন্দ্রের ডাকা বৈঠক বয়কট বিরোধীদের

নিজস্ব সংবাদদাতা : রাজ্যসভার ১২ জন সাংসদের সাসপেনশন নিয়ে যে বৈঠক ডাকা হয়েছিল কেন্দ্রের তরফে তা বয়কট করল বিরোধীরা। সোমবার সকাল ১০ টায় সাসপেন্ডেড সাংসদদের দলগুলিকেই ডাকা হয়েছিল লাইব্রেরি বিল্ডিংয়ে। শুধুমাত্র ৫টি দলকে ডাকা হয়েছিল। যেকারণে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ও বামেদের তরফে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, "১২ জন সাংসদের সাসপেনশনের প্রতিবাদে বিরোধীরা একজোট। ২৯ নভেম্বর থেকে রাজ্যসভার চেয়ারম্যান বা সভার নেতার সঙ্গে আলোচনায় বসার জন্য অনুরোধ করা হয়েছে। সেই অনুরোধ মানা হয়নি। তার ওপর সাসপেন্ড হওয়া ৫টি দলের নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা অন্যায্য ও দুর্ভাগ্যজনক।"