রাহানে-দের পরীক্ষা আজ

author-image
Harmeet
New Update
রাহানে-দের পরীক্ষা আজ



নিজস্ব সংবাদদাতাঃ ২৬শে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকায় ভারতের টেস্ট সিরিজ। মাঠে নেমে অনুশীলন শুরু করে দিয়েছে রাহানেরা। দুর্ধর্ষ পেস জুটি বনাম ভারতীয় ব্যাটিং-এ অনন্য ফলাফল করতে সকাল থেকে মাঠে নেমে পড়েছেন তাঁরা। ক্যাপ্টেন কোহলি কোন এগারো জনকে বেছে নেয় সেটাই দেখার বিষয় এখন।