খিদিরপুর মোড়ে রাস্তা অবরোধ করে ধর্নায় সিপিএম প্রার্থী

author-image
Harmeet
New Update
খিদিরপুর মোড়ে রাস্তা অবরোধ করে ধর্নায় সিপিএম প্রার্থী

নিজস্ব সংবাদদাতাঃ আজ সমগ্র কলকাতা জুড়েই ছিল পৌরসভার ভোট। দুই একটি ঘটনা ছাড়াই সমগ্র কলাকাতা জুড়েই ভোট হয়েছে অবাধ শান্তিপূর্ণ ভাবেই। দুপুরে ৭৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী ফৈয়াজ আহমেদ খান খবর পান হেটিংসের মেরিন হাউসে ৪টি বুথে চাপ্পা ভোট চলছে। খবর পেয়েই সেখানে ছুটে যান ফৈয়াজ। অভিযোগ, তখনই তাকে ঘিরে ধরে মারধর করে তৃণমূল সমর্থকরা। তার গাড়ি ভাঙচুর করা হয়। সেই ঘটনার প্রতিবাদে খিদিরপুর মোড়ে রাস্তা অবরোধ করে ধর্নায় বসে যান সিপিএম প্রার্থী ও দলের সমর্থকরা।