নিজস্ব সংবাদদাতাঃ আজ অর্থাৎ রবিবার সকালেই ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে, সেমেরু আগ্নেয়গিরি থেকে পুনরায় অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে এবং তাদের অগ্ন্যুৎপাতের এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চলতি মাসেই ইন্দোনেশিয়ার জাভার উচ্চতম সেমেরু আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছিল। অগ্ন্যুৎপাতের ফলে ছাই মেঘ ও পাইরোক্লাস্টিক প্রবাহ নির্গত হয়েছিল। জানা গিয়েছিল, সেই ঘটনায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছিলেন।