নিজস্ব সংবাদদাতাঃ বছর শেষ হতে চলল। আর কয়েকদিন বাদেই বিদায় নেবে ২০২১সাল। এই এক বছরে খেলার দুনিয়ায় লেখা হয়েছে অনেক ওঠা-পড়ার গল্প। তার মধ্যে থেকেই কয়েকটা দেখে নেব আমরা।
৫ই আগস্ট ২০২১ সাল, বার্সেলোনা ছেড়েছিলেন লিওনেল মেসি। জানা গিয়েছিল অর্থনৈতিক ও কাঠামোগত বাধার কারণে মেসি ক্লাব ছেড়েছিলেন। ২১ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে পিএসজি-র সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন তিনি।
টি-২০ বিশ্বকাপে বিশ্রীভাবে হেরে দুবাই থেকে বিদায় নিয়েছিল ভারত। তখনই বিরাটের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল অনেক।
নিউজিল্যান্ড বনাম ভারত টি-২০ সিরিজে দুরন্ত জয় নিউজিল্যান্ডের হাত থেকে ছিনিয়ে নেয় ভারত। করোনার পর ইডেনের বুকে সেবারে আবারও এক ইতিহাস লেখা হয়েছিল।
গোয়ার বুকে ২৭শে নভেম্বর ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডার্বি খেলায় ৩-০ গোলে ডার্বির জয় লাল-হলুদ বাহিনীর থেকে ছিনিয়ে নেয় বাগান-বাহিনী। সেদিন কলকাতার রাস্তায় উপচে পড়েছিল বাঙালির আবেগ, রাগ, ভালোবাসা।
বছর শেষের শেষ মুহূর্তে মোহনবাগানের পর পর অধরা জয়ের কারণে ক্লাব থেকে বিদায় নিলেন স্প্যানিশ কোচ আন্তেনিও লোপেজ হাবাস।