সাত সকালেই হাতির তান্ডব ঝাড়গ্রামে

author-image
Harmeet
New Update
সাত সকালেই হাতির তান্ডব ঝাড়গ্রামে

নিজস্ব সংবাদদাতাঃ সাত সকালেই হাতির তান্ডব ঝাড়গ্রামে ।নয়াগ্রামের নিগুই এলাকায় খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করল গজরাজ । হাতি দেখে আতঙ্কিত গ্রামের মানুষ। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে হাতি টিকে জঙ্গলে ফেরায় বনকর্মীরা । খড়গপুর বনদপ্তর থেকে জানানো হয়েছে নয়াগ্রাম রেঞ্জ , কলমাপুকুরিয়া হাতি ৪টা, কেশররেখা রেঞ্জ , বাসখাঁলি দল হাতি৩৫-৪০টি, চাঁদাবিলা রেঞ্জ, চুলুমদা দল হাতি ৩০-৩২টি, কলাইকুণ্ডা রেঞ্জ, বম্বিং এরিয়া দল হাতি৩০-৩৫টি, হরিয়াধরা দল হাতি ১টি,সগড়ভাঙ্গা দল হাতি ২০-২৫টি হাতি রয়েছে বর্তমানে। সকলকে সতর্ক থাকার জন্য বনদপ্তর থেকে আবেদন ও জানানো ও হয়।