দিগবিজয় মাহালী,সবংঃ আজ সবং থানার দু'নম্বর নওগাঁ গ্রাম পঞ্চায়েতে প্রায় 5 কোটি টাকা বরাদ্দকৃত 5 কিলোমিটার পাকা রাস্তা শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ দপ্তরের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া । উপস্থিত ছিলেন বিধায়িকা শ্রীমতি গীতা রানী ভূঁইয়া, বিডিও ও সি সি আই । কাশি বুড়ি ঢাকা হইতে 7 নম্বর অঞ্চল মনোহরপুর ভাইয়া বালি ঘড়ি এই লম্বা রাস্তা দীর্ঘদিন মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল । সম্পূর্ণ গ্রামের ভিতর রাস্তা এতে দশ-বারোটি গ্রামের মানুষ এবং তিনটি অঞ্চলের মানুষ উপকৃত হবেন এই রাস্তা সম্পন্ন হলে। ডাক্তার মানস ভুঁইয়া বক্তব্য রাখতে গিয়ে বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের উন্নয়নের জন্য নিজেকে উৎসর্গ করে কাজ করে চলছেন, আজকের সারা বাংলার উন্নয়ন ভারতবর্ষের মানুষ হাঁ করে দেখছে যে বাংলার মুখ্যমন্ত্রী হতে কি এমন জাদুকাঠি আছে, যা দিয়ে বাংলা যে উন্নয়নের বাতাবরণ তৈরি হয়েছে তার অগ্রগতি এবং তার ধারাবাহিকতা বহন করে চলছে।