প্রানের ঝুঁকি নিয়ে রেললাইনের উপর যাতায়াত

author-image
Harmeet
New Update
প্রানের ঝুঁকি নিয়ে রেললাইনের উপর যাতায়াত

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার:প্রানের ঝুঁকি নিয়ে ১৮০ মিটারের ওপর রেললাইনের উপর পাতা লোহার পাতের উপর যাতায়াত করছে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ । দীর্ঘদিন থেকে এই পথ দিয়ে যাতায়াত করছে ছাত্র-ছাত্রীরা। হেলদোল নেই প্রশাসনের। যেকোনো মুহূর্তে চলে আসতে পারে ট্রেন। ঘটতে পারে বড়ো কোনো দুর্ঘটনা। এমনই এই ছবি ধরা পরেছে এ.এন.এম নিউজ এর ক্যামেরায়। ঘটনা আলিপুরদুয়ারের ১১ নং ওয়ার্ডের কালজানী রেল ব্রিজ। বেশীরভাগ ছাত্র-ছাত্রীরা স্কুলের যাওয়ার সময় এই রেললাইনের ব্রিজের উপর লোহার পাতের পথের ওপর নির্ভর করে যাতায়াত করে। সূত্রের খবর প্রতিদিন ৩ থেকে ৪ হাজার মানুষ যাতায়াত করে এই ব্রিজের ওপর দিয়ে। এমনকি পূর্বে এই ব্রিজ দিয়ে যাতায়াত করার সময় দুর্ঘটনাও ঘটেছে। আচমকাই ট্রেন চলে আসার ফলে বাধ্য হয়ে ঝাপ দিতে হয়েছে নদীতে । তবুও উদাসীন প্রশাসন । সূত্রের খবর নদীর ওপারে রয়েছে কোচবিহার জেলার খোল্টা গ্রাম পঞ্চায়েত। খোল্টা গ্রামের প্রচুর ছাত্র-ছাত্রীরা প্রানের ঝুঁকি নিয়ে এই ভাবেই যাতায়াত করে আলিপুরদুয়ারের স্কুলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন দিন ধরে প্রানের ঝুঁকি নিয়ে এই ভাবেই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করতে হয়।দাবি করা হয়েছে বিকল্প এই নদীর ওপর আরেকটি ব্রিজের বা রাস্তার। বিভিন্ন দপ্তরে জানিয়েও হয়নি কোনো লাভ। আলিপুরদুয়ারের ডি.আর.এম দিলীপ কুমার সিং বলেন " এই ব্রিজের ওপর সাধারণ মানুষের যাতায়াত করা খুবই ঝুঁকিপূর্ণ। রেলওয়ে ব্রিজ তৈরী করা হয়েছে শুধুমাত্র রেল গাড়ি,রেল ইঞ্জিন চলাচল করার জন্য। বিভিন্ন সময়ে রেল দপ্তর থেকে এই ব্রিজের ওপর সচেতনতা করা হয়েছে। সাধারণ মানুষ রাজ্য সরকারের কাছে পাশে ব্রিজ করার আবেদন করতে পারে।"