হরি ঘোষ,দুর্গাপুরঃ বড়দিনের উৎসবের আগেই, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা দুর্গাপুর সিটিসেন্টারের গির্জা ও মল সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন শনিবার। উৎসবের দিন গুলিতে ভির যানজট ও দুর্ঘটনা এড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি শহরের প্রাণকেন্দ্রে কোন রকম অশান্তি যাতে না হয়, সেই বিষয়েও করোনা বিধিনিষেধের বিষয়েও কড়া নজরদারি থাকবে পুলিশের।
এদিন সেখানে পরিদর্শন করেন আসানসোল - দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ( পূর্ব) অভিষেক গুপ্তা। এসিপি দুর্গাপুর ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় ও ট্রাফিক এসিপি (থ্রি) তুহিন চৌধুরী সহ একাধিক পুলিশ কর্তা ও কর্মীরা।
অভিষেক গুপ্তা বলেন, ২৪ ও ২৫ তারিখ যানজট যেন না হয় সেবিষয়ের ওপর নজর রাখা হবে। কোভিড বিধিনিষেধ মানছে কি না তাও দেখা হবে। নজরদারির জন্য কোথায় কোথায় সিসিটিভি বসানো হবে সেগুলি দেখা হয়।