নেল পালিশ পরা উচিত কি না, জানেন কী?

author-image
Harmeet
New Update
নেল পালিশ পরা উচিত কি না, জানেন কী?

নিজস্ব সংবাদদাতাঃ সাধারণত শরীরের রক্ত প্রবাহ থেকে নখ প্রয়োজনীয় অক্সিজেন ও অন্যান্য পুষ্টি জোগাড় করে। তাই নেল পালিশ লাগালেই যে নখে অক্সিজেন পৌঁছবে না তা কিন্তু নয়। তবে নখে কড়া রাসায়নিকের নেল পালিশে স্বাভাবিক ভাবেই সামান্য হলেও নখে ইরিটেশন হয়। তাই নেল পালিশ পরার মাঝে যখন এক দিনের ব্রেক বা বিরতি অবশ্যই রাখুন। এই সময় নখে ইমোলিয়েন্ট বা কিউটিক্যাল অয়েল লাগাবেন। এতে নখের স্বাস্থ্য ভাল থাকবে। পেট্রোলিয়াম বেস্ড প্রোডাক্টের বদলে প্ল্যান্ট বেস্ড অ্যাসেটন রিমুভার ব্যবহার করতে পারেন। উপকার পাবেন।