নিজস্ব সংবাদদাতাঃ ২০২১ সালে আমরা বহু নক্ষত্রকে হারিয়েছি। বিনোদন জগত হোক বা রাজনৈতিক জগত, এ বছরও বহু দিকপাল নক্ষত্রকে হারিয়েছি আমরা। যেমন...
বিপিন রাওয়াতঃ গত ৮ ডিসেম্বর হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হন ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান।
বুদ্ধদেব গুহঃ প্রখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক ছিলেন বুদ্ধদেব গুহ। চলতি বছরের ২৯ আগস্ট ৮৫ বছর বয়সে তিনি প্রয়াত হন।
দিলীপ কুমারঃ বলিউডের ট্র্যাজেডি কিং দিলীপ কুমার গত ৭ জুলাই বার্ধক্যজনিত কারণে প্রয়াত হন।
স্বাতীলেখা সেনগুপ্তঃ চলতি বছরের ১৬ জুন বিখ্যাত বাঙালি নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখা সেনগুপ্ত নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সুব্রত মুখোপাধ্যায়ঃ বঙ্গ রাজনীতিকে ধাক্কা দিয়ে চলতি বছরের ৪ নভেম্বর প্রয়াত হন সুব্রত মুখোপাধ্যায়। ইন্দিরা গান্ধীর প্রিয়, প্রিয়রঞ্জন দাশমুন্সির স্নেহধন্য, সোমেন মিত্রর সতীর্থ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বর্ষীয়ান নেতার মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে।
বুদ্ধদেব দাশগুপ্তঃ দীর্ঘ অসুস্থতার কারণে গত ১০ জুন বাঙালি কবি ও চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত ৭৭ বছর বয়সে প্রয়াত হন।
শঙ্খ ঘোষঃ বাংলা সাহিত্য জগতকে ধাক্কা দিয়ে বিখ্যাত বাঙালি কবি শঙ্খ ঘোষ প্রয়াত হন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর।
সিদ্ধার্থ শুক্লাঃ ২০২১ সালের ২ সেপ্টেম্বর সকলকে চমকে দিয়ে প্রয়াত হন বিখ্যাত অভিনেতা তথা 'বিগ বস' খ্যাত সিদ্ধার্থ শুক্লা।