নিজস্ব সংবাদদাতাঃ জমে উঠেছে ছোট লালবাড়ি দখলের লড়াই। ১৪৪ টি ওয়ার্ডের পৌরবাসী রবিবাসরীয় সকালে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রাজ্যের শাসক দল তৃণমূল, বিজেপি, কংগ্রেস এবং বামেরা বিগত দিনগুলিতে নিজের নিজের মতো করে প্রচার চালিয়েছে । আগামিকাল শহরের প্রায় ৪০ লাখ ৪৮ হাজার ভোটার কলকাতা পৌরনিগম নির্বাচনে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। কলকাতা পৌরনিগমের নির্বাচনকে ঘিরে শুরু থেকেই একাধিক অভিযোগ তুলে আসছিলেন বিরোধী দলের নেতারা। তার মধ্যে ভোটে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের ইস্যুটি অন্যতম গুরুত্বপূর্ণ। এই সবের মধ্যেই রবিবার ভোটগ্রহণ পর্ব শুরু হবে সকাল ৭ টা থেকে, চলবে বিকেল ৫টা পর্যন্ত।