নিজস্ব সংবাদদাতাঃ পুলিশ নেই, তাই প্রায় ৬ বছর পরিত্যক্ত পুলিশ ফাঁড়ির তালা বন্ধ। তবুও প্রতিদিন সকাল হলেই ঝাড়ুদার ডলি মণ্ডল উঠোন, বারান্দা ঝাড়ু দিয়ে চলে যান। ভিতরে ঢুকতে পারেন না। ঝাঁটও পড়ে না পুলিশ ফাঁড়ির অন্দরে। দস্যু-ডাকাতদের হাত থেকে সুরক্ষায় স্বাধীনতার ১৫ বছরের মাথায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পানিতরে চালু হয়েছিল পুলিশ ফাঁড়ি। প্রাথমিকভাবে ১২টি গ্রামের সুরক্ষা এই ফাঁড়ির হাতে থাকলেও পরে বাড়তে থাকে এলাকা। কিন্তু ৬ বছর আগে হঠাৎ অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায় সীমান্তবর্তী বসিরহাটের অতি প্রাচীন এই পুলিশ ফাঁড়ি। সম্প্রতি সীমান্ত লাগোয়া গ্রামে গ্রামে বাড়ছে চুরি-ছিনতাই। তাই ৬ বছর আগে বন্ধ হয়ে যাওয়া পুলিশ ফাঁড়ি পুনরায় চালু করার দাবি গ্রামের মোড়ল-মাতব্বর থেকে সাধারণ মানুষের।