নিজস্ব সংবাদদাতাঃ এবার কর্নাটক সরকারও আনতে চলেছে ধর্মান্তকরণ বিরোধী আইন। চলতি অধিবেশনেই এই আইন আনা হতে পারে বলে জানা গিয়েছে। ওই বিলে বলা হয়েছে, যারা গণ ধর্মান্তকরণের সঙ্গে যুক্ত, তাদের ৩ থেকে ১০ বছর অবধি সাজা এবং ১ লক্ষ টাকা অবধি জরিমানা হতে পারে। গত বছরই উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ ধর্মান্তকরণ বিরোধী আইন আনে। এখনও অবধি শতাধিক মানুষকে এই আইনের অধীনে গ্রেফতার করা হয়েছে। এবার কর্নাটক সরকারও বিয়ের নামে ধর্মান্তকরণ রুখতে একই আইন আনতে চলেছে। এই খসড়া বিলে বলা হয়েছে ধর্মান্তকরণের কমপক্ষে এক মাস আগে জেলা শাসক বা তার সমকক্ষ কোনও আধিকারিকের কাছে নির্দিষ্ট আবেদনপত্র জমা দিতে হবে। একইসঙ্গে কেবল ধর্মান্তকরণের উদ্দেশ্যে যারা বিয়ে করছেন বা বিয়ের জন্যই ধর্মান্তকরণ করছেন, তাদের বিয়েকে অবৈধ বলে ঘোষণা করা হবে।