নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা পুরভোটে মোতায়েন থাকছে ২৩ হাজার পুলিশ। তার মধ্যে ৫ হাজার রাজ্য পুলিশের কর্মী। এছাড়াও, ভোটের দিন নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১০ জন জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসার। ডেপুটি কমিশনার থাকবেন ২৬ জন। অ্যাসিস্ট্যান্ট কমিশনার থাকবেন ৭১ জন। শুক্রবার সন্ধে থেকেই নাকা তল্লাশি শুরু হয়েছে। নাকা তল্লাশির জন্য ৫০টি এলাকা চিহ্নিত করা হয়েছে। ভোটের দিন শহরের ২০০টি জায়গায় পুলিশ পিকেট থাকবে। জলপথেও রিভার পেট্রোলিং থাকবে ৬টি জায়গায়। এছাড়া, আরএফএস ও আরটি মোবাইল দিনে-রাতে মিলিয়ে থাকবে ৭২টি। এইচআরএফএস থাকবে ৩৫টি। শহরজুড়ে ১৮টি স্পেশাল ক্যুইক রেসপন্স টিম থাকবে। রাজ্য নির্বাচন কমিশন নির্দেশ অনুযায়ী, শুক্রবার সন্ধে থেকেই সব বুথের ২০০ মিটারের মধ্যে জারি ১৪৪ ধারা।