নিজস্ব সংবাদদাতাঃ ২৩ নং ওয়ার্ড, কলকাতা পৌরসংস্থার ৪ নং বরোর একটি প্রশাসনিক অঞ্চল। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরের উত্তরাংশে পোস্তা ও জোড়াসাঁকো অঞ্চলের কিয়দংশ নিয়ে এই ওয়ার্ডটি গঠিত। এই ওয়ার্ডটি জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। ২০০৫ সালে এই ওয়ার্ডে প্রার্থী হন সিপিএমের তরফে ভারতী ওঝা। ২০১০ থেকেই এই ওয়ার্ডে জয়ের মুখ দেখেছে পদ্ম শিবির। ২০১০ ও ২০১৫ পরপর দুইবারই এই ওয়ার্ড থেকে জয়ী হন বিজেপি প্রার্থী বিজয় ওঝা। ২০২১ পুরভোটে ২৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন সানোয়ারমল আগরওয়াল। অন্যদিকে বিজেপির তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইবারের কাউন্সিলর বিজয় ওঝা। সিপিএমের তরফে রয়েছেন ধীরেন্দ্র পাণ্ডে।