নিজস্ব সংবাদদাতাঃ এবার 'মা কিচেন' নিয়ে বিতর্ক বাড়ল রাজ্যপাল জগদীপ ধনখড়ের মন্তব্য়ে। এদিন টুইটে মমতা প্রশাসনকে বিঁধে জগদীপ ধনখড় জানান যে তিনি অনেকদিন ধরেই খেয়াল করেছেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু 'মা কিচেন' প্রকল্পটি চালু রাখতে যে তহবিল রয়েছে তা অসাংবিধানিকভাবে ব্যবহার করা হচ্ছে। এই মর্মে রাজ্য সরকারের কাছে এই প্রকল্পের খরচের খতিয়ান চেয়ে পাঠিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান ধনখড়। রাজ্যপাল জানতে চেয়েছেন, ২০২১-সালে শেষ হওয়া অর্থবর্ষে মা কিচেনের জন্য কত টাকা খরচ করা হয়েছিল। কে সেই খরচের অনুমতি দিয়েছিলেন, কোন উৎস থেকে এই টাকা যোগান দেওয়া হয়।এক সপ্তাহের মধ্যে রাজ্যের অর্থ সচিবের জবাব চেয়েছেন রাজ্যপাল।