২ বছর পর বেলুড় মঠে ঢুকতে পারবেন ভক্তরা

author-image
Harmeet
New Update
২ বছর পর বেলুড় মঠে ঢুকতে পারবেন ভক্তরা

নিজস্ব সংবাদদাতাঃ দেশে সেঞ্চুরি হাঁকিয়েছে করোনার নয়া স্ট্রেন ‘ওমিক্রন’। যদিও বাংলা ‘ওমিক্রন’ শূন্য। কোভিড গ্রাফও শুক্রবার নিম্নমুখীই ছিল। এই পরিস্থিতিতে বেলুড় মঠে নিয়ম শিথিল। পুণ্যার্থীদের জন্য সুখবর। কারণ, আগামী ২৬ ডিসেম্বর শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথিতে বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন তাঁরা। মঠ কর্তৃপক্ষের তরফে টুইটে একথা জানানো হয়েছে। মঠ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ ডিসেম্বর, রবিবার পুণ্যার্থীদের জন্য সকাল ৮টা থেকে বেলা ১১টা এবং বিকেল সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠের দরজা। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ মন্দির, মায়ের মন্দির, ব্রহ্মানন্দ মন্দির এবং স্বামীজির মন্দির দর্শন করতে পারবেন ভক্তরা। তবে বসে ভোগ খেতে পারবেন না কেউই। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোগ হাতে নিয়ে মঠ প্রাঙ্গণ থেকে বেরিয়ে যেতে হবে ভক্তদের।