নিজস্ব সংবাদদাতাঃ এবার গোয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৯ ডিসেম্বর গোয়ায় যাচ্ছেন তিনি। গোয়া লিবারেশন ডে’র অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করার কথাও রয়েছে তাঁর। ইতিমধ্যেই এখানে একাধিকবার সফর করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফর করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আবার তিনি বড়দিনের ছুটিতে এখানে আসছেন বলে খবর। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গোয়া সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এই ১৯ ডিসেম্বর পর্তুগিজ দখলদার বাহিনীর হাত থেকে গোয়াকে মুক্ত করেছিল ভারতীয় সেনাবাহিনী। তখন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। তাই ১৯ ডিসেম্বর তারিখকে ‘অপারেশন বিজয়’ বলা হয়। প্রত্যেক বছর পালিত হয় এই দিনটি। আর এবার ওই অনুষ্ঠানে যোগ দিতে গোয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।