রাতেই ডিসি অফিসগুলিতে গেলেন কমিশনার

author-image
Harmeet
New Update
রাতেই ডিসি অফিসগুলিতে গেলেন কমিশনার

নিজস্ব সংবাদদাতাঃ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুক্রবারই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কলকাতার পুরভোট নয়। তবে একইসঙ্গে তারা জানিয়েছে কোনো রকম অশান্তি কিংবা হিংসার ঘটনা ঘটলে তার জবাবদিহি করতে হবে পুলিশ কমিশনার, ডিজিকে। অর্থাৎ কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের হাতেই পুরভোটের শৃঙ্খলার ভার। এই নির্দেশের দিনই পুলিশি প্রস্তুতি খতিয়ে দেখতে ময়দানে দেখা গেল পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে।পুরভোটের জন্য বাহিনীর প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতার সবকটি ডিসি অফিসে নিজে পৌঁছে যান কমিশনার। এরপরই কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র বলেন, ‘নির্বাচনের জন্য আধিকারিকদের প্রস্তুতি খতিয়ে দেখে তাঁদের সঙ্গে সাক্ষাত করছি। আমরা নির্বাচনের জন্য তৈরি। অনেকগুলি নির্বাচনে কাজ করেছি আমরা। এই ভোটও শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হবে। রাজ্য পুলিশের বাহিনী ইতিমধ্যেই চলে এসেছে। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রতিটি ডিসি অফিসে গিয়ে কর্মীদের তাঁদের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছি।’