জাতিগত জরিপ- বিজেপি-এনডিএ-র কাছে সোজা প্রশ্ন রাখলেন ওয়াইসি
পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি বন্ধ করা সত্যি সম্ভব?
অবৈধ সীমান্ত পারাপার রুখতে কঠোর হচ্ছে আমেরিকা!
প্রচণ্ড রোদ আর নয়, এবার তীব্র ঝড়ের গতিতে উড়ে যাবেন আপনি!
বন্দিদের মুক্ত করা নয়, শত্রুদের পরাজিত করাকে 'সর্বোচ্চ লক্ষ্য' এই প্রধানমন্ত্রীর!
ট্রাম্পের শুল্ক ক্ষতির পর ওয়াল স্ট্রিটের শেয়ারগুলি আবার ঘুরে দাঁড়াচ্ছে
১৫ মে থেকে এই ২ রাশির ভাগ্য সূর্যের মতো উজ্জ্বল হবে!
তুলা রাশির জাতকদের ঋণ বাড়তে পারে, খরচ নিয়ন্ত্রণে রাখুন আজ
শনিবার কন্যা রাশির জাতকরা পদমর্যাদা ও প্রতিপত্তিতে এগিয়ে যাবেন, জেনে নিন অন্যান্য রাশির অবস্থা

দাসপুরে একইসাথে ৬টি বাইক চুরির চেষ্টা!

author-image
Harmeet
New Update
দাসপুরে একইসাথে ৬টি বাইক চুরির চেষ্টা!
​নিজস্ব প্রতিনিধি, দাসপুরঃ ঘটনাটি ঘটেছে দাসপুর থানার আরিফ গ্রামে, স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে দাসপুর থানার আরিট গ্রামের প্রধান পাড়া থেকে ছটি বাইক চুরির চেষ্টা করে দুষ্কৃতীরা! তবে চুরি গিয়েছে ৩টি বাইক!, চুরি যাওয়া তিনটি বাইক এর মধ্যে দুটি বাইক হিরো গ্ল্যামার এফআই, অপর একটি বাইক হোন্ডা সাইন এসপি,বাকি তিনটি বাইকের হ্যান্ডেল লক ভাঙ্গা অবস্থায় ফেলে গিয়েছে দুষ্কৃতীরা । পরে নিজেদের বাইক না দেখতে পেয়ে রীতিমতো চিন্তায় পড়ে যান বাইকের মালিকরা। এরপর এই খবর দেওয়া হয় দাসপুর থানায়, এরপরেই ঘটনাস্থলে উপস্থিত হয় দাসপুর থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে দুষ্কৃতীদের দ্বারা ফেলে যাওয়া তিনটি বাইক উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এর পাশাপাশি চুরি যাওয়া বাইক গুলির বিবরণ নথিভূক্ত করেছে দাসপুর থানার পুলিশ।পরে দাসপুর থানায় বাইক চুরির লিখিত অভিযোগ দায়ের করেছে বাইকের মালিকরা। তবে একই পাড়ায় এভাবে ছটি বাইক চুরির চেষ্টায় চুরি গিয়েছে ৩টি বাইক। এই ঘটনা এলাকায় প্রথম বলে জানাচ্ছেন স্থানীয়রা। ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন চুরি যাওয়া বাইকের মালিকরা।