নিজস্ব সংবাদদাতাঃ ‘রামগরুড়ের ছানা/ হাসতে তাদের মানা’। সুকুমার রায়ের চিরকালীন জনপ্রিয়, আপাত মজার ছড়াটি কিন্তু আজকের সময়ও বেশ প্রাসঙ্গিক। অন্তত বিশ্বের একটি দেশে – উত্তর কোরিয়া। কিম জং উনের দেশে এবার হাসিতেও নিষেধাজ্ঞা। উত্তর কোরিয়ার খবর অনুযায়ী, আগামী ১১ দিন দেশবাসীর হাসতে মানা। কারণ, এই সময় দেশের প্রাক্তন শাসক কিমের বাবা কিম জং ইলের মৃত্যুবার্ষিকীর শোকপালন চলবে। তাই কেউ এই সময় হাসতে পারবেন না, মদ্যপানও করতে পারবেন না। অন্যথা হলে? কে বলতে পারে – ‘শিব ঠাকুরের আপন দেশে/ আইনকানুন সর্বনেশে’র কোপে পড়ে হয়ত মৃত্যুদণ্ডই ভবিতব্য। অতএব, এই ১১ দিন উত্তর কোরিয়াবাসী বাস্তবিক ‘রামগরুড়ের ছানা’।