গীতার এই ৫টি শ্লোক মেনে চললেই মিলবে প্রচুর সাফল্য!

author-image
Harmeet
New Update
গীতার এই ৫টি শ্লোক মেনে চললেই মিলবে প্রচুর সাফল্য!

নিজস্ব সংবাদদাতাঃ গীতাকে সনাতন ধর্মে একটি পবিত্র গ্রন্থ হিসাবে বিবেচনা করা হয়। গীতা জয়ন্তী মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অর্জুনকে গীতা প্রচার করেছিলেন। আর এর মাধ্যমে তিনি মানুষের কাছে জীবনের সারমর্ম বোঝানোর চেষ্টা করেছিলেন। এমনটা বিশ্বাস করা হয় যে গীতার কিছু শ্লোক মেনে চললে জীবনে প্রচুর সাফল্য পাওয়া যায়।

গীতায় সফলতার মন্ত্রঃ 

১.কর্মণ্যেবধিকারস্তে মা ফলেষু কদচন।
মা কর্মফলহেতুর্ভূর্মা তে সংস্থ্বকর্মাণী

২. ক্রোধদ্ভবতি সম্মোহ:
স্মৃতিভ্রংশদ্বুদ্ধিনাশো বুদ্ধিনাশতপ্রাণস্যতি।

৩. অজ্ঞানশ্রাদ্ধধনাশ স্কুস্যাত্মা বিনশ্যতি।
নয়ম লোকোস্তি ন পর ন সুখম্ সংশয়ত্মনঃ।

৪. সংগতসঞ্জয়তে কামঃ কামত্ক্রোধো বিজয়তে
৫. হতো বৈ প্রপয়সি স্বর্গম, জিত্বা ব ভোক্ষ্যসে মহিমা।
তস্মাৎ উত্তিষ্ঠা কৌন্তেয়া যুদ্ধয়া কৃতনিশ্চয়